তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটি একটি চিকিৎসা উদ্ধার অভিযানে ছিল। বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর দ্য স্ট্রেটস টাইমসের।
নিহতদের মধ্যে দুই বিদেশিও ছিলেন। এছাড়া দুর্ঘটনায় একজন স্থানীয় চিকিৎসক, একজন ট্যুর গাইড এবং একজন পাইলটও নিহত হয়েছেন।
আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার (২০ হাজার ফুট) উঁচুতে অবস্থিত। মোয়ানাঞ্চি জানিয়েছে, ৪ হাজার ৬৭০ থেকে ৪ হাজার ৭০০ মিটারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো আরোহণ করেন।
তানজানিয়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিধি অনুসারে তদন্ত শুরু করা হয়েছে।
কিলিমাঞ্জারো পর্বতে বিমান দুর্ঘটনা বিরল, সবশেষ রেকর্ড করা ঘটনাটি ছিল ২০০৮ সালের নভেম্বরে। ওই দুর্ঘটনায় চারজন মারা যান।