মিয়ানমারে নির্বাচনে ক্ষমতাসীন সামরিক জান্তার ঘনিষ্ঠ প্রধান রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) আটক নেত্রী অং সান সু চির সংসদীয় আসনে জয় পেয়েছে। সোমবার দলীয় এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসডিপির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমরা কাওহমু আসনে জয়লাভ করেছি।” ইয়াঙ্গুন অঞ্চলের এই আসন ছিল অং সান সু চির সাবেক সংসদীয় এলাকা।
তিনি আরও জানান, ইয়াঙ্গুন অঞ্চলের ১৬টি আসনের মধ্যে দলটি ১৫টি নিম্নকক্ষের আসনে জয় পেয়েছে। কাওহমুসহ আরও কয়েক ডজন আসনে রবিবার ভোটগ্রহণ হয়, যা তিন ধাপে অনুষ্ঠিত নির্বাচনের দ্বিতীয় পর্ব।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত ও আটক করে সেনাবাহিনী। জান্তার দাবি ছিল, আগের বছর অনুষ্ঠিত নির্বাচনে সেনাসমর্থিত দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির মাধ্যমে ভূমিধস জয় পেয়েছিলেন সু চি।
চলমান মাসব্যাপী নির্বাচনের শেষ ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২৫ জানুয়ারি। জান্তা কর্তৃপক্ষের দাবি, এই নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে।
তবে অং সান সু চি এখনো গৃহবন্দি অবস্থায় থাকায় এবং তার অত্যন্ত জনপ্রিয় দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণার পর গণতন্ত্রকামীদের অভিযোগ, ভিন্নমত দমন এবং সেনাঘনিষ্ঠ প্রার্থীদের সুবিধা দিয়ে এই নির্বাচন সাজানো হয়েছে।
এসআর/এসআই