হোম > বিশ্ব

ফিলিস্তিনে গণহত্যায় জাতিসংঘ মানবাধিকারের মূল্যবোধ লঙ্ঘিত: এরদোয়ান

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ফিলিস্তিনে ইসরাইলের চালানো গণহত্যায় জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে উল্লিখিত মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

বিবৃতিতে এরদোয়ানের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল প্রচেষ্টা সত্ত্বেও গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে নৃশংসতা অব্যাহত রয়েছে।’

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকীতে বিশ্বের সকলকে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান।

তবে, তিনি উল্লেখ করেছেন, ঘোষণাপত্রে থাকা নিয়ম ও নীতিমালাগুলো বিশ্বের অনেক জায়গায় লঙ্ঘিত হচ্ছে, এর ফলে শান্তি ও ন্যায়বিচারের ভূ-লুণ্ঠিত হচ্ছে।

এরদোয়ান বলেন, ‘গাজা যত দ্রুত সম্ভব পুনর্নির্মাণ করা সমগ্র মানবতার যৌথ দায়িত্ব, কেননা এটি ধ্বংসস্তূপের এক বিশাল স্তূপে পরিণত হয়েছে।’

তিনি আরো বলেছেন, ইসরাইল আইন-শৃঙ্খলার প্রতি ক্রমাগত অবজ্ঞা প্রদর্শন করে চলেছে, তারা ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৩৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়াও গাজাকে পুনরায় সংঘাত থেকে বিরত রাখতে ইসরাইলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

কিশোরকে গুলি করে হত্যার পর ট্যাঙ্ক চাপা দিল ইসরায়েলি বাহিনী

আগামী বছরের শুরুতে গাজায় ‘বোর্ড অব পিস’ ঘোষণা দেবেন ট্রাম্প

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকা-জাপানের যৌথ সামরিক মহড়া

মিশরের পররাষ্ট্রমন্ত্রীর যে মন্তব্যকে স্বাগত জানাল হামাসের মেশাল

এবার ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন আইসল্যান্ডের

সৌদিতে যুবরাজের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

সিরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের স্বার্থ রক্ষা করছেন, অভিযোগ ইসরাইলের

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

নাগরিকদের অপমানের প্রতিবাদে তিন ইসরাইলিকে বহিষ্কার করল ঘানা

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আর্স গ্রেপ্তার