পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, গাজা শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনা পাঠানোর সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ট্য এক্সপ্রেস ট্রিবিউন।
মঙ্গলবার একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, ‘গাজায় শান্তি বাহিনীতে পাকিস্তান অংশ নেবে কিনা, এই বিষয়টি চূড়ান্ত করতে হবে। এটি প্রক্রিয়াধীন রয়েছে। সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আমরা একে অগ্রাহ্য করতে চাই না।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ পদক্ষেপ সম্পর্কে সকল প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। তিনি আরো বলেন, ‘যদি মুসলিম দেশগুলো শান্তি বাহিনীতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকেও অংশগ্রহণ করতে হয়, তাহলে ফিলিস্তিনিদের সুরক্ষায় ভূমিকা পালন করা দেশের জন্য গর্বের মুহূর্ত হবে। এটি এমন একটি সুযোগ যা পাকিস্তানের কাজে লাগানো উচিত।’
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গাজায় পাকিস্তানি সেনা মোতায়েনের অভিযোগ এবং আগামী দিনে পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেবে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রচারণা নাকচ করে দিয়েছে।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, পাকিস্তান কখনো ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং সেনা মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা বা পরিকল্পনাও হয়নি।
আরএ