হোম > বিশ্ব

ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন করার ঘোষণা এসটিসির

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে উত্তরাঞ্চল থেকে স্বাধীন করতে আগামী দুই বছরের মধ্যে গণভোট আয়োজনের কথা জানিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। শুক্রবার এসটিসি সভাপতি আইদারোস আলজুবিদি টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা বলেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘আমরা দুই বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন পর্ব শুরু করার ঘোষণা দিচ্ছি। এই কাউন্সিল আন্তর্জাতিক সম্প্রদায়কে দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানাচ্ছে।’

তিনি সতর্ক করে দেন, যদি কোনো সংলাপ না হয় বা দক্ষিণ ইয়েমেন আবার আক্রমণের শিকার হয়, তাহলে তারা ‘অবিলম্বে’ স্বাধীনতা ঘোষণা করবে।

সৌদি সমর্থিত বাহিনী গত মাসে সংযুক্ত আরব আমারত সমর্থিত এসটিসির দখল করা এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য লড়াই করে। এর ফলে উপসাগরীয় শক্তিগুলোরর মধ্যে বড় দ্বন্দ্বের সূত্রপাত হয়।

শুক্রবার সৌদি আরবের সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশে হাদরামাউতের সৌদি সমর্থিত গভর্নরের অনুগত বাহিনী ও বিচ্ছিন্নতাবাদী এসটিসির মধ্যে লড়াই শুরু হয়।

ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমিতে এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, আল-খাশার একটি শিবিরে সাতটি বিমান হামলায় সাতজন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।

শুক্রবার ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরবের চালানো বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়।

ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমিতে এসটিসির প্রধান মোহাম্মদ আব্দুল মালিক জানান, আল-খাসার একটি শিবিরে সাতটি বিমান হামলায় আরো ২০ জনেরও বেশি আহত হয়।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদিকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। গত প্রায় এক যুগ ধরে চেষ্টার পরও পুরো ইয়েমেন দখল করতে পারেনি হুথি গোষ্ঠী। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী এবং দক্ষিণাঞ্চল আছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে (ওয়াইপিসি)। সৌদি আরব ও সৌদি নিয়ন্ত্রণাধীন জোট ওয়াইপিসিকে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আরএ/এসআই

তবে কি ভেনেজুয়েলায় মাচাদোকে ক্ষমতায় বসাতে চান ট্রাম্প?

মার্কিন যুদ্ধজাহাজে নিউইয়র্কে নেওয়া হচ্ছে মাদুরোকে

দায়িত্ব নেওয়ার এক বছরে কয়টি দেশে হামলা করলেন ট্রাম্প

ভেনেজুয়েলার জনগণের পাশে আছে ইউরোপের ২৭ দেশ

ভেনেজুয়েলা থেকে চিলি: লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস

ভেনেজুয়েলায় মার্কিন হামলা, যে প্রতিক্রিয়া জানাল বিভিন্ন দেশ

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় হিন্দুত্ববাদীদের উল্লাস

স্ত্রীসহ মার্কিন বাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে জড়িত নয় যুক্তরাজ্য: কিয়ার স্টারমার

যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ বিষয়ে ট্রাম্পের নির্বাচনি অবস্থান কী ছিল