হোম > বিশ্ব

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৯৪

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ৭৬ জন। বুধবার স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে হংকংয়ের তাই পো এলাকায় আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

এটি গত ৬০ বছরের মধ্যে শহরটিতে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, আবাসিক কমপ্লেক্সের চারটি ভবনের আগুন প্রায় সম্পূর্ণরূপে নিভে গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝেমধ্যে ঘটনাস্থল থেকে স্ফুলিঙ্গ এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।

উদ্ধারকারীরা এখনো কমপ্লেক্সের উপরের তলায় আটকা পড়া লোকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবাসনের বাসিন্দা লরেন্স লি জানিয়েছেন, তিনি এখনো তার স্ত্রীর কোনো খবর পাননি। তিনি তাদের অ্যাপার্টমেন্টে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, ‘যখন আগুন লাগে, আমি তাকে ফোনে ঘর থেকে বের হয়ে যেতে বলি। কিন্তু যখন সে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে, করিডোর এবং সিঁড়ি ধোঁয়ায় ভরে ছিল। তাই তার ফ্ল্যাটে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

এ ঘটনায় আবাসিক কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

আরএ

অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পুনর্গঠন করবে হামাস

একা বসবাসকারী তরুণদের জন্য ভাইরাল চীনা অ্যাপ

জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

একসাথে ১৬ স্যাটেলাইট হারাল ভারত

আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া

বিক্ষোভে নিহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক

অস্ট্রেলিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে ৫ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ

একসঙ্গে চারটি ফ্রন্টে যুদ্ধ চালাচ্ছে ইরান

এক বন্য হাতির আক্রমণে ৯ দিনে ২০ জন নিহত

ইউক্রেনের এফ-১৬ ভূপাতিতের দাবি রাশিয়ার