ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৬ জন। হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩০টি আবাসিক ভবন। খবর রয়টার্সের।
ক্লিটসকো বলেন, ভোররাত থেকে কিয়েভের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক হামলা হয়েছে। রাশিয়ার হামলার ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহও ব্যাহত হতে পারে।
মেয়র জানান, আহত ২৬ জনের মধ্যে একজন গর্ভবতী নারী ও দুই জন শিশু।
কিয়েভের হলোসিভস্কি জেলায় একটি চিকিৎসা কেন্দ্রে আগুন লাগে। অন্যদিকে ডিনিপ্রো, পোডিলস্কি, ডেসনিয়ানস্কি এবং সোলোমিয়ানস্কি জেলায় আবাসিক ভবনগুলোতে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্লিটসকো বলেন, হামলার পর জরুরি বিদ্যুৎ বিভ্রাট পুনরুদ্ধার করা হয়েছে, যদিও ডেসনিয়ানস্কি এবং পোডিলস্কি জেলায় তাপ বিভ্রাট চলছে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো সামাজিকমাধ্যম লিখেছেন, ইউক্রেনের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বিশেষ করে ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করেও হামলা চালয়ে আসছে।
মস্কো জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর ২১৬টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত অথবা আটক করেছে। এরমধ্যে ৬৬টি ড্রোন রাশিয়ার দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।