হোম > বিশ্ব

মেক্সিকোতে মেয়রকে গুলি করে হত্যা

আমার দেশ অনলাইন

মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো। শনিবার রাতে এক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মানজোকে গুলি করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এ ঘটনার কথা নিশ্চিত করেছে।

মিচোয়াকানের অ্যাটর্নি জেনারেল কার্লোস তোরেস পিন্যা জানান, রাত প্রায় ৮টার দিকে হামলার শিকার হন মানজো, এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কর্তৃপক্ষ এখনও হামলার মোটিভ নিশ্চিত করতে পারেনি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায়, উপস্থিত মানুষজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন। মিচোয়াকানের গভর্নর আলফ্রেদো রামিরেজ বেদোলা এক বার্তায় মানজোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে এবং আরও দুজনকে আটক করেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানায় মেয়র কার্লোস মানজো বহুবার প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম-এর কাছে তার রাজ্যে মাদক কারবারিদের দমন করতে অতিরিক্ত সহায়তা চেয়েছিলেন।

ওই প্রতিবেদনে আরোও বলা হয় মানজো ছিলেন প্রেসিডেন্ট শেইনবাউমের সংগঠিত অপরাধ দমনে নেওয়া নীতির কড়া সমালোচক। তিনি প্রায়ই কেন্দ্র সরকারের কাছ থেকে অতিরিক্ত সহায়তা দাবি করতেন। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একাধিক ভিডিও পোস্টে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত বছর উরুয়াপানেই এক সাংবাদিককে হত্যা করা হয়েছিল, যিনি ঘটনার কিছুক্ষণ আগে মানজোর সাক্ষাৎকার নিয়েছিলেন।

মিচোয়াকান বর্তমানে মেক্সিকোর সবচেয়ে সহিংস মাদকচক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের রণক্ষেত্রে পরিণত হয়েছে। চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট শেইনবাউম মানজোর সমালোচনা করেছিলেন, কারণ তিনি স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছিলেন— “যে অপরাধীরা সাধারণ মানুষকে আক্রমণ করবে, তাদের গুলি করে হত্যা করতে।”

মানজো একসময় শেইনবাউমের দল মোরেনা (Morena)-র সদস্য ছিলেন, তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে এবং হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে রবিবার ভোরে এক ভিডিও বার্তায় জানান অ্যাটর্নি জেনারেল তোরেস পিন্যা।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা