বাংলাদেশ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন, বিরোধীরা বেছে বেছে ক্ষোভ প্রকাশ ও তোষণের রাজনীতি করেন। তার অভিযোগ, গাজায় হামলা নিয়ে প্রতিবাদ করলেও, বিরোধীরা প্রতিবেশী দেশগুলোতে হিন্দুদের ওপর অত্যাচারের সময় চুপ থাকেন। খবর এনডিটিভির।
আদিত্যনাথ বলেন, ‘গাজা উপত্যকায় যা কিছু ঘটে তার জন্য আপনারা চোখের পানি ফেলেন, কিন্তু বাংলাদেশে একজন দলিত যুবককে হত্যা করার সময় আপনাদের মুখ থেকে একটি শব্দও বের হয় না।’ তিনি অভিযোগ করেন, বিরোধীরা ‘ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতি’ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা গাজার জন্য মোমবাতি মিছিল করেন, কিন্তু যখন পাকিস্তান বা বাংলাদেশে একজন হিন্দুকে হত্যা করা হয়, তখন চুপ থাকেন, কারণ নিহত ব্যক্তি একজন হিন্দু।’
বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এ বিষয়ে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব আনা উচিত। বিরোধী নেতার পক্ষ থেকে নিন্দা প্রস্তাব আসা দরকার। আমরা এই ঘটনাটি নিন্দা জানাই এবং বাংলাদেশ সরকারকে সতর্ক হতে বলি।
অবৈধ অনুপ্রবেশ নিয়েও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপির এই মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, তারা বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নেয়। আমরা যখন বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাই বা রোহিঙ্গাদের বের করে দিই, তখন তাদের পক্ষে এসে দাঁড়াবেন না। অনেককেই আপনারা ভোটার বানিয়েছেন, এমনকি ভোটার আইডি কার্ডও করে দিয়েছেন।’