অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেটা’ অর্ধ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। মেটা জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় ৫ লাখ ৪৪ হাজার ৫২টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, যেগুলো ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা পরিচালনা করছিলেন। খবর আনাদোলুর।
গত ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করে। এর ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ প্রধান সব প্ল্যাটফর্মে এই বয়সী ব্যবহারকারীদের প্রোফাইল ব্যবহার বা রক্ষণাবেক্ষণ নিষিদ্ধ হয়।
মেটার এক ব্লগ পোস্ট অনুযায়ী, ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইনস্টাগ্রামে ৩ লাখ ৩০ হাজার ৬৩৯টি, ফেসবুকে ১ লাখ ৭৩ হাজার ৪৯৭টিএবং থ্রেডসে ৩৯ হাজার ৯১৬টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।
মেটা জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে কোম্পানিটি সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে নিরাপদ ও বয়স-উপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার ও শিল্পখাতের যৌথ উদ্যোগের আহ্বান জানিয়েছে।
এই নিষেধাজ্ঞাকে শিশুদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, এর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে প্রযুক্তি খাতে আলোচনা চলছে।