হোম > বিশ্ব

পিটিআইকে আলোচনার প্রস্তাব পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা কমাতে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর আগে বিরোধী জোট পিটিআইয়ের একটি অংশ তেহরিক তাহাফুজ আয়েন-ই-পাকিস্তান (টিটিএপি) ‘সংলাপের দরজা খোলা আছে’ বলে ঘোষণা দেয়।

মঙ্গলবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় শাহবাজ শরিফ এ প্রস্তাব দেন। তিনি বলেন, পিটিআই যদি আলোচনার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে সরকারও সমানভাবে প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আলোচনা কেবল তখনই এগোতে পারে, যদি বিরোধী দল ‘বৈধ বিষয়গুলোর’ ওপর মনোনিবেশ করে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব দলের মধ্যে রাজনৈতিক সম্প্রীতি অপরিহার্য বলে জোর দেন তিনি।

তবে আলোচনার প্রক্রিয়া শুরু করতে এখন পর্যন্ত কোনো পক্ষই সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাস এবং তার দলীয় নেতাদের সমালোচনামূলক মন্তব্য আলোচনার বিষয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে।

এর আগে শনিবার তোশাখানা-২ দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেয়।

ইমরান খানের বিরুদ্ধে ৯ মে মামলা ছাড়াও হত্যাচেষ্টা ও কথিত জাল রসিদ জমা দেওয়ার মতো অন্যান্য মামলাও রয়েছে। তোশাখানায় জাল রসিদ জমা দেওয়ার অভিযোগে বুশরা বিবির বিরুদ্ধেও পৃথক মামলা রয়েছে।

মঙ্গলবার স্থানীয় একটি আদালত ৯ মে মামলাসহ আরো পাঁচ মামলায় ইমরান খান ও তার স্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়িয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত মামলার শুনানি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী শুনানিতে তাকে সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।

এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইমরানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিষেধ করেছে পাকিস্তান সরকার। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে সাক্ষাৎ বন্ধ করায় ইমরান খানের পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করলেন কিম

৮০ হাজার অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

গাজা প্রসঙ্গ তুলে বাংলাদেশ নিয়ে যা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

২৫ ডিসেম্বরে তারেক রহমানের দেশে ফেরার কারণ জানালো বিএনপি

এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ফিলিস্তিনের সিনেমা আইকন বাকরি আর নেই

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

৪৬ বছরের মধ্যে সোনার দামের সর্বোচ্চ বৃদ্ধি

ইসরাইলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনে বড়দিন উদযাপন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান