হোম > বিশ্ব

ইসরাইলের হুমকি প্রত্যাখ্যান করতে লেবাননকে হিজবুল্লাহর আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের দেয়া নিরস্ত্রীকরণের হুমকি প্রত্যাখ্যান করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সেইসঙ্গে লেবাননে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়েও সতর্ক করে দিয়েছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের অগ্রাধিকার হলো লেবাননে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, যে ভূখণ্ড থেকে শত্রুরা এখনো সরে যায়নি, সেখান থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোই হচ্ছে জাতীয় অগ্রাধিকার।’

এতে আরো বলা হয়, ‘লেবাননের কর্তৃপক্ষকে অবশ্যই দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে এবং আমাদের সেনাবাহিনী ও জনগণকে লাঞ্চিত করার এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য শত্রুদের আরোপিত শর্ত বাস্তবায়ন এড়াতে হবে।’

হিজবুল্লাহ বলছে, ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা প্রতিরোধ করার অধিকার রয়েছে তাদের এবং এটি একটি বৈধ অধিকার।’

এই বিবৃতিটি এমন এক সময় এলো, যখন লেবাননে আক্রমণ বন্ধের শর্ত হিসেবে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে বলছে ইসরাইল। অন্যদিকে, হিজবুল্লাহ ‘বিলম্ব বা শর্ত ছাড়াই’ যুদ্ধবিরতি চুক্তির মেনে চলতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কথা ছিল, কিন্তু পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখে তারা কেবল আংশিকভাবে প্রত্যাহার করেছে।

আরএ

থাই-কম্বোডিয়া সীমান্তে হিন্দু দেবতার মূর্তি ভাংচুর, ক্ষুব্ধ ভারত

নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করলেন কিম

৮০ হাজার অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

গাজা প্রসঙ্গ তুলে বাংলাদেশ নিয়ে যা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

এবার আলিগড় বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ফিলিস্তিনের সিনেমা আইকন বাকরি আর নেই

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

৪৬ বছরের মধ্যে সোনার দামের সর্বোচ্চ বৃদ্ধি

ইসরাইলের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনে বড়দিন উদযাপন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান