হোম > বিশ্ব

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৪ সন্ত্রাসী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিনটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। খবর জিও নিউজের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায় ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী সন্ত্রাসীদের কার্যকরভাবে মোকাবিলা করেছে এবং তীব্র গুলি বিনিময়ের পর পাঁচজন সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে।’

এতে আরো বলা হয়, ‘সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, এরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত ছিল।’

খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় পরিচালিত একটি পৃথক অভিযানে, নিরাপত্তা বাহিনী সাতজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়েছে, লাক্কি মারওয়াত জেলায় পরিচালিত আরেকটি অভিযানে নিহত হয় আরো দুইজন।

এতে বলা হয়, ‘নিহত ভারতীয় মদদপুষ্ট খারিজদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যারা নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল।’

সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে। খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক এবং লাক্কি মারওয়াত জেলায় ফিতনা আল-খারিজদের বিরুদ্ধে সফল গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

আরএ

সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে: বেনিন সরকার

শান্তির জন্য ইসরাইল সরকারের পুনর্গঠন প্রয়োজন

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু: নেতানিয়াহু

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার ম্যাক্রোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান

এক সপ্তাহ ধরে নিখোঁজ ওমানের মানবাধিকার কর্মী সায়েদি