যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারাতে যাচ্ছেন ব্রিটেনের রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু। এমনকি উইন্ডসরে অবস্থিত প্রাসাদ ‘রয়্যাল লজ’ থেকেও বের করে দেয়া হচ্ছে তাকে।
দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সপ্তাহব্যাপী বিতর্ক ও তদন্তের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।
ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু ‘ডিউক অব ইয়র্ক’ উপাধিসহ তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন।
চলতি মাসের শুরুতে প্রকাশিত ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর প্রকাশিত স্মৃতিকথায় তিনি পুনরায় অভিযোগ করেন, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও অ্যান্ড্রু এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সর্বশেষ এই সিদ্ধান্তের পর জিউফ্রের পরিবার জানায়, তিনি সত্য ও অসাধারণ সাহসের মাধ্যমে একজন ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছেন। জিউফ্রে এ বছরের শুরুতে আত্মহত্যা করেন।
প্যালেসের বিবৃতিতে বলা হয়, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন। অ্যান্ড্রুকে রয়্যাল লজের লিজ আনুষ্ঠানিকভাবে বাতিলের নোটিশ দেয়া হয়েছে।
তিনি এখন স্যান্ডরিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত বাসস্থানে উঠবেন, যা রাজা চার্লস নিজে অর্থায়ন করবেন বলে জানা গেছে।
বিবৃতিতে আরো বলা হয়, যদিও অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন, তবুও এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করা হয়েছে।
অ্যান্ড্রু ২০০৪ সাল থেকে রয়্যাল লজে বসবাস করছিলেন। তবে এখন তাকে সেই বাড়ি ছাড়তে হবে। অ্যান্ড্রুর দুই প্রাপ্তবয়স্ক কন্যা ইউজেনি ও বিট্রিস, তাদের ‘প্রিন্সেস’ উপাধি পাবেন এবং অ্যান্ড্রু এখনো ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।
অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনকেও রয়্যাল লজ থেকে বেরিয়ে যেতে হবে এবং তিনি আলাদাভাবে থাকার ব্যবস্থা করবেন। সূত্র : বিবিসি