হোম > বিশ্ব

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন উইটকফ: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ । স্থানীয় সময় রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। খবর আল জাজিরার।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করছি আগামী সপ্তাহে বুধবার অথবা বৃহস্পতিবার উইটকফ মস্কো সফরে যাবেন।’

নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া কী করতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মানুষ হত্যা বন্ধে একটি চুক্তিই এর অবসান ঘটাতে পারে’।

রাশিয়া যদি অবিলম্বে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মস্কোর ওপর কঠোর শুল্ক আরোপের হুমিকও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরো বলেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাথে অনলাইন বিরোধের পর তিনি যে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছিলেন, তা এখনো ওই অঞ্চলেই রয়েছে।

তবে ট্রাম্প এটা স্পষ্ট করেননি যে, সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্রে সঞ্জিত। এছাড়া সাবমেরিন দুটি নির্দিষ্টভাবে কোথায় মোতায়েন করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেননি। মার্কিন সামরিক বাহিনী বিষয়টি গোপন রেখেছে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ভবনে রুশ হামলায় অন্তত ৩১ জন নিহত হন। এরপর ইউক্রেনে রাশিয়ার হামলাকে জঘন্য বলে বর্ণনা করেন ট্রাম্প।

ওইদিন রাশিয়া ইউক্রেন একসঙ্গে ৬ হাজার ২৯৭টি ড্রোন হামলা চালিয়েছে। যা ২০২৪ সালের জুলাইয়ের হামলার তুলনায় ১৪ গুণ বেশি।

স্টিভ উইটকফ এর আগেও হোয়াইট হাউজের বিশেষ দূত হিসেবে মস্কোতে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে বিশেষ দূতের দায়িত্বে থাকায় ইসরাইল ও হামাসের সঙ্গে আলোচনায় ট্রাম্পের প্রতিনিধিত্ব করছেন।

আরএ

চেনি নেই, তবু তার যুদ্ধের ভূত এখনো তাড়া করছে বিশ্বকে

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত

আফগান-পাকিস্তান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ সফরে যাচ্ছে তুরস্কের মন্ত্রীরা

বিরোধীদের আপত্তির মধ্যেই ২৭তম সংশোধনী বিল উপস্থাপন

ইউক্রেনের তিন গ্রাম দখল করলো রাশিয়া