হোম > বিশ্ব

কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০ জন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় রিফ্ট ভ্যালি অঞ্চলে ভূমিধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। ৩০ জন এখনো নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

গত কয়েকদিন ধরে ভারী বর্ষণে ভূমিধস দেখা দেয়। শনিবারের ওই ভূমিধসে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রিসভার সচিব কিপচুম্বা সামাজিকমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার অভিযান চলছে।

তিনি আরো জানান, ‘ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

গুরুতর আহত কমপক্ষে ২৫ জনকে এলগেয়ো-মারাকওয়েট কাউন্টি থেকে চিকিৎসার জন্য এলডোরেট শহরে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

পশ্চিম কেনিয়ার এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পাহাড়ি এলাকা চেসোঙ্গোচে ভূমিধসের ঘটনা ঘটে। প্রবল বর্ষণে এই এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

সরকারের উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে রেডক্রস। সামাজিকমাধ্যমে দেয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘বন্যা ও ভূমিধসে রাস্তাঘাট আটকে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।’

চেসোঙ্গোচের পাহাড়ি এলাকাটি ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এরআগে ২০১০ এবং ২০১২ সালে পৃথক ঘটনায় কয়েক বহু মানুষ মারা যায়। ২০২০ সালে প্রচণ্ড বন্যায় একটি শপিং সেন্টার ভেসে যায়।

আরএ

যুদ্ধের জন্য সতর্ক অবস্থার ঘোষণা বেলারুশে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর

ভারতের জন্য একাত্তরের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ পরিস্থিতি

বাংলাদেশসহ সাত দেশকে ‘নিরাপদ’ তালিকাভুক্ত করল ইইউ, আশ্রয় নীতিতে বড় পরিবর্তন

আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের সামনে বিক্ষোভ

ডিভি লটারি কর্মসূচি স্থগিত করলেন ট্রাম্প

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৬

নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে টিকটকের চুক্তি

ভারতীয় গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর

আইসিসির আরো ২ বিচারকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন