হোম > বিশ্ব

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারো ইসরাইলি হামলা, নিহত তিন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর কামান ও বিমান হামলায় কমপক্ষে তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এটি তিন মাস আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন। এর আগে বৃহস্পতিবারও চুক্তি লঙ্ঘন করা ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ ফিলিস্তিনি মারা যান।

গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসের কেন্দ্রস্থলে বানি সুহেলা গোলচত্বরের কাছে ইসরাইলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এছাড়া গাজা সিটির পূর্ব দিকে ইসরাইলি গুলিতে আরও দুজন নিহত হয়েছেন।

দি নিউ আরব সংবাদে এসেছে, ইসরাইলি বাহিনী শনিবার গাজার মধ্যাঞ্চলে অবস্থিত মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালায়, এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়।

গাজা শহরের পূর্বাঞ্চলে অবস্থানরত ইসরাইলি সেনারা তুফাহ পাড়ার পূর্বে মেশিনগান দিয়ে গুলি চালায়, অন্যদিকে ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলি উপতক্যার উত্তরে জাবালিয়ার পূর্বাঞ্চলে গুলি চালায়।

বৃহস্পতিবার ইসরাইলি সেনাদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হওয়ার পর এই ঘটনা ঘটল। যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু, বাড়িঘর এবং জরুরি আশ্রয়কেন্দ্রেকে লক্ষ্য করে হামলা করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনা ইসরাইলের সেনাবাহিনীর অনেক বড় লঙ্ঘন।

এই ঘটনার পর ইসরাইলের দীর্ঘমেয়াদি মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি সেনাবাহিনীকে ‘আশ্রয়’ দেওয়ার জন্য অভিযুক্ত করেছে হামাস।

গাজার ফিলিস্তিনিরাও অব্যাহত প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে ছিটমহলের অসংখ্য তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর এমন হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইরানে বিক্ষোভের নেপথ্যে কারা, মিলল চাঞ্চল্যকর তথ্য

ইরানে বিক্ষোভ দমনে কঠোর বার্তা, নিরাপত্তা রক্ষার ঘোষণা আইআরজিসির

কোন ছোট্ট ভুলে আকবরের কাছে হেরেছিলেন ভারতের নেপোলিয়ন

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে ইরান

সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে জর্ডানের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল

ইরানে বিক্ষোভ: নিরাপত্তা ঝুঁকিতে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য তাঁবু, বিপর্যস্ত জনপদ

ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও ইরানে বিক্ষোভ অব্যাহত