হোম > বিশ্ব

সংস্কৃতির সকল অঙ্গন থেকেই ইসরাইলকে নিষিদ্ধের দাবি আইরিশ কার্টুনিস্টের

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইউরোভিশন গানের প্রতিযোগিতা ২০২৬-এ ইসরাইলের অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন আইরিশ কার্টুনিস্ট হ্যারি বার্টন। তার সাম্প্রতিক লেখাগুলো গণমাধ্যমে দারুণ ঝড় তুলেছে। তিনি বলেছেন, গাজায় গণহত্যা সত্ত্বেও ইসরাইলকে এ প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত। প্রকৃতপক্ষে তাদেরকে সকল সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করা উচিত।

গত ৪ ডিসেম্বর ইউরোপীয় সম্প্রচার ইউনিয়নের (ইবিইউ) ইসরা ইলকে ২০২৬ সালের ইউরোভিশনে অংশগ্রহণের অনুমতি দিলে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ফিলিস্তিনিদের উপর ইসরাইলের চালানো মারাত্মক আক্রমণ, যা এখনো চলমান রয়েছে এবং গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের কথা উল্লেখ করে ইতোমধ্যে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া এবং আইসল্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আরো অনেক দেশই তাদের অনুসরণ করার সম্ভাবনা রয়েছে।

এমনই পদক্ষেপের একটি অংশ হিসেবে দ্য আইরিশ এক্সামিনার সংবাদমাধ্যমের জন্য কার্টুন এঁকেছেন বার্টন।

৬ ডিসেম্বরে প্রকাশিত কার্টুনটিতে দেখা যায়, ইসরাইলের একজন গায়িকা এক হাতে মাইক্রোফোন এবং অন্য হাতে পতাকা, নীল পোশাক পরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে গাইছেন। তবে, তার পোশাকের চারপাশে, পায়ের কাছে লাল রক্তের দাগ। অন্যদিকে তার চারপাশে, উজ্জ্বল আলোর বাইরে এবং অন্ধকারে ঢাকা, গাজার ধ্বংসস্তূপের দৃশ্য।

বার্টন বলেন, কার্টুনটি আসন্ন ইউরোভিশনে ইসরাইলের প্রবেশের প্রতিক্রিয়া, কারণ উপরের বাম দিকে ইউরোভিশন ২৬ শব্দগুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘ফিলিস্তিনে গণহত্যা চালানোর পর ইসরাইল যেভাবে ইউরোভিশনে অংশ নিতে পারছে, তা ‘ভুল’।

ডাবলিন-ভিত্তিক এই কার্টুনিস্ট যুক্তি দিয়ে জানিয়েছেন যে, ইসরাইলকে কেবল ইউরোভিশন থেকে নয়, বরং সমস্ত সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট থেকেও নিষিদ্ধ করা উচিত।

তিনি বলেন, ‘যদি ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে ক্রীড়া ইভেন্ট থেকে নিষিদ্ধ করা যায়, তাহলে আমরা কীভাবে ইসরাইলের ক্ষেত্রে একই কাজ না করে থাকতে পারি?’

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর মাত্র কয়েকদিন পর, রাশিয়া এই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়।

বার্টন আরো বলেন, ‘গাজায় ইসরাইলের কর্মকাণ্ড খুবই ভয়াবহ। আমার মতে, আমরা সব উপেক্ষা করে কেবল নিজেদের জীবন স্বাভাবিকভাবে চালিয়ে নেব, এই ধারণাটি হাস্যকর।"

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইলের সেনাবাহিনী গাজায় ৭০,৭০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং এছাড়া আরো ১,৭১,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে এই নৃশংস আক্রমণে, যা গাজা উপত্যকাকে কে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

সরকারের সমালোচনা, ইসলামে ধর্মান্তরিত বিবিসি-সিএনএনের সেই সাংবাদিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজও বাংলাদেশ বিরোধী বিক্ষোভ

ভারতে মুসলিম ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা

তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে গভীর হচ্ছে মানবিক সংকট: জাতিসংঘ

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

২০২৫ ছিল তুরস্কের দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার বছর

চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রাশিয়ার

শান্তিচুক্তি সইয়ের পরই ইউক্রেনে নির্বাচন: জেলেনস্কি

মস্কোয় থানার বাইরে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৩