ইসরাইলি জিম্মিদের লাশ অনুসন্ধানে যোগ দিচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নিহত সব জিম্মির লাশ ফেরত দেয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত ১৫ জিম্মির লাশ স্থানান্তর করেছে হামাস। খবর বিবিসির।
ইসরাইল সরকার জানিয়েছে, গাজায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে অনুসন্ধানের জন্য মিশর ও রেডক্রসকে অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে যে আইসিআরসির পাশাপাশি হামাস সদস্যদেরও গাজার আইডিএফ-নিয়ন্ত্রিত এলাকায় অনুসন্ধানে সহায়তা করার অনুমতি দেয়া হয়েছে।
হামাস জানিয়েছে যে তারা এখন মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হামাস যেন দ্রুত লাশগুলো ফেরত দেয়, নাহলে ‘শান্তি প্রক্রিয়ায় জড়িত অন্যান্য দেশ ব্যবস্থা নেবে’।
ইসরাইলি এক মুখপাত্র জানান, ‘হলুদ রেখা’ অতিক্রমন করে বিস্তৃত এলাকায় মিসরীয় দল ও রেড ক্রস যৌথভাবে খননযন্ত্র ও ট্রাক ব্যবহার করে মরদেহ উদ্ধারের কাজ চালাবে। এই ‘ইয়েলো লাইন’ হলো গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্ত বরাবর ইসরাইলের নিয়ন্ত্রণ সীমারেখা। এটি অস্ত্রবিরতির প্রথম ধাপে নির্ধারিত হয়েছে।
রেড ক্রস যুদ্ধবিরতির শুরু থেকেই লাশ হস্তান্তরে কাজ করছে। তাদের সাথে নতুন করে যোগ দিচ্ছে মিশর।
আরএ