হোম > বিশ্ব

জীবন দিয়ে হলেও কলম্বিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা হবে: পেত্রো

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, মাদকবিরোধী অভিযানের অজুহাতে তার দেশে হামলার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, জীবন দিয়ে হলেও কলম্বিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা হবে। কলম্বিয়া মাদকপাচার করছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এরআগে মঙ্গলবার ট্রাম্প বলেন, ‘তিনি শুনেছেন কলম্বিয়া কোকেন উৎপাদন করছে। যে এটা করছে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করছে তার ওপর আক্রমণ করা হবে।’ খবর টিআরটি ওয়ার্ল্ডের।

পেত্রো বলেন, সমালোচকরা দাবি করছেন কলম্বিয়া মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করছে না। অথচ মাদক যুদ্ধে কলম্বিয়ার জনগণ বছরের পর বছর ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তা সত্ত্বেও কলম্বিয়াকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সামরিক কর্মকর্তাদের পেট্রো বলেন, ‘আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবো। কলম্বিয়াকে হুমকি দেয়া যাবে না। যে এই হুমকিগুলোকে কার্যকর করবে, তিনি কলম্বিয়ার জনগণের মধ্যে ঘুমন্ত জাগুয়ারকে জাগিয়ে তুলবে।’

মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে পরিচালিত মার্কিন অভিযানের সমালোচনা করেন পেত্রো। এরগে তিনি তার সরকারের মাদক উৎপাদনকারী ল্যাব ধ্বংস করার অভিযান প্রত্যক্ষ করতে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এরআগে মঙ্গলবার ট্রাম্প বলেন, তিনি শুনেছেন কলম্বিয়ায় কোকেন তৈরি হয়। যে এটা করছে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করছে তার ওপর আক্রমণ করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাজুড়ে সামরিক অভিযান বাড়িয়েছে, মেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বোমারু বিমান, সাবমেরিন এবং ড্রোন মোতায়েন করেছে।

আরএ

ইসরাইলের প্রতিরক্ষা বাজেট বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

২০২৬ সালে সৌদি আরবের বাজেট কত

কানাডার কাছে ২৬৮ কোটি ডলারের বোমা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে কাজ করছে মস্কো: পুতিন

ক্যারিবিয়ানে মার্কিন অভিযানে মাদকবাহী নৌকা ডুবির পর জীবিতদের হত্যা

ইউরোপের প্রায় অর্ধেক মানুষ ট্রাম্পকে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করেন

‘ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ জরুরি’

রাশিয়া-ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

পশ্চিম তীরের পাঁচটি ঐতিহাসিক নিদর্শন জব্দ করল ইসরাইল

ট্রাম্পের মধ্যস্থতায় কঙ্গো–রুয়ান্ডার শান্তিচুক্তি সই