বড়দিন উপলক্ষে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘আমাদের জন্য রাশিয়া এত দুর্ভোগ বইয়ে আনলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল এবং সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।’
এ সময় সরাসরি নাম উল্লেখ না করে পুতিনের মৃত্যু কামনা করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আজ আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার মৃত্যু হোক।’
বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত এবং বেশির ভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘ক্রিসমাসের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শত শত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়ছে—সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।’ সূত্র : এনডিটিভি