হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় পুতুল সরকার বসাতে চায় যুক্তরাষ্ট্র: মাদুরো

আমার দেশ অনলাইন

ছবি: আরটি

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র তার উপনিবেশে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, দেশটির তেল সম্পদ দখলে নিতে তাকে ক্ষমতাচ্যুত করে একটি পুতুল সরকার বসাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের হুমকি এবং তেল অবরোধকে ‘বর্বর কূটনীতি’ বলে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র কারাকাসে একটি ‘পুতুল সরকার’ চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমাগত হুমকিকে তিনি ‘যুদ্ধবাদী’ নীতি বলে বর্ণনা করেছেন। মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভেনেজুয়েলার সংবিধান, সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক সম্পদ দখল করা।

মাদুরো বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ভেনেজুয়েলায় শাসনব্যবস্থার পরিবর্তন চায় যাতে একটি পুতুল সরকার চাপিয়ে দেয়া যায়-যা সংবিধান, সার্বভৌমত্ব এবং আমাদের সকল সম্পদ হস্তান্তর করবে এবং দেশকে একটি উপনিবেশে পরিণত করবে।’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘এটা ঘটবে না- কখনো হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে ‘বিদেশী সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করেছেন এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগ করেছেন।

সূত্র: আরটি

আরএ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপকে অধিক নির্ভরতা কমাতে হবে

ট্রাম্পের হুমকি: কলম্বিয়া সেনাবাহিনীর প্রতি যে আহ্বান মাদুরোর

মার্কিন শুল্ক চাপে ভারত, মুক্ত বাণিজ্য চুক্তির আশ্রয়ে নয়া কৌশল

হরমুজ দ্বীপে বৃষ্টির পর রক্তলাল হলো মাটি ও সমুদ্রের পানি

১২৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর পার করেছে আর্কটিক

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

বন্ডির ঘটনার পর অস্ট্রেলিয়ায় ঘৃণামূলক বক্তব্যে কড়াকড়ি

বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড ছুঁইছুঁই, কেন এই ঊর্ধ্বগতি

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান