হোম > বিশ্ব

নাগরিকদের অপমানের প্রতিবাদে তিন ইসরাইলিকে বহিষ্কার করল ঘানা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ঘানা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরাইলের তিন নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। এর আগে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে তিনজন ঘানার ভ্রমণকারীকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আটক ও নির্বাসিত করা হয়। এছাড়াও ভ্রমণকারীদের সঙ্গে অপমানজনক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের এমন আচরণ ঘানার নাগরিকদের মানবিক মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং এরই প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসরাইলের রাষ্ট্রদূত ঘানার রাজধানী আক্রায় অনুপস্থিত থাকায় ইসরাইলি দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। ঘানা জোর দিয়ে বলেছে, তারা তাদের নাগরিকদের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রত্যাশা করে যে বন্ধুত্বপূর্ণ দেশগুলো তাদের নাগরিকদের প্রতি সম্মান বজায় রাখবে।

ঘানার অভিযোগ, রবিবার থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে তাদের নাগরিকদের উদ্দে্শ্যপ্রণেদিত ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। একটি আন্তর্জাতিক সাইবার-নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে যাওয়া ঘানার সংসদীয় প্রতিনিধি দলের চার সদস্যসহ সাতজনকে আটক করা হয়। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এমপিদের মুক্তি নিশ্চিত হলেও বাকি তিনজনকে শেষ পর্যন্ত নির্বাসিত করে ইসরাইল।

এবার ইসরাইল থাকায় ইউরোভিশন বর্জন আইসল্যান্ডের

সৌদিতে যুবরাজের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

সিরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত তুরস্কের স্বার্থ রক্ষা করছেন, অভিযোগ ইসরাইলের

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের ১৪ বছরের কারাদণ্ড

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট লুইস আর্স গ্রেপ্তার

ই-সিগারেট নিষিদ্ধ করলো মেক্সিকো

স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে কনটেন্ট ক্রিয়েটররা

ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা উচিত: মার্কিন কংগ্রেস সদস্য ফাইন

রাশিয়া থেকে উৎক্ষেপণ হবে ইরানের তিনটি স্যাটেলাইট