ইউক্রেনের খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় চারজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। রোববার খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ এ তথ্য জানিয়েছেন । এ হামলা এমন সময় হলো যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে জেনেভায় আলোচনা করছেন মার্কিন, ইউক্রেনীয় ও ইউরোপীয় প্রতিনিধিরা। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।
আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, আহত বেসামরিক নাগরিকদের মধ্যে ১১ এবং ১২ বছর বয়সী শিশুও রয়েছে। তিনটি আবাসিক ভবন এবং একটি অবকাঠামোতে আগুন লাগে।
খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেগ সিনিহুবভ এ ধরনের হামলাগুলোকে ভয়াবহ বলে অভিহিত করেছেন।
টেলিগ্রামে এক বার্তায় খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ বলেন, ‘পরিস্থিতি সত্যিই ভয়াবহ। আলোচনা সত্ত্বেও, রাশিয়ান সেনারা বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবনগুলোতে আক্রমণ করছে এবং এ সব হামলায় মানুষ মারা যাচ্ছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন রোববার জেনেভায় আলোচনায় বড় অগ্রগতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের অবসান ঘটাতে তার পরিকল্পনা অনুমোদনের জন্য ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।
তবে ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে। এই ২৮-দফা পরিকল্পনায় ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সেনা সংখ্যা কমাতে হবে ও ন্যাটোতে যোগ না দেয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।
আরএ