ক্রোয়েশিয়ার পশ্চিম উপকূলীয় শহর সেঞ্জের কাছে তুরস্কের একটি অগ্নিনির্বাপক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বন ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
তিনি জানান, রক্ষণাবেক্ষণের জন্য বুধবার দুইটি অগ্নিনির্বাপক বিমান জাগরেবের উদ্দেশে যাত্রা করে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেগুলো রিয়েকা বিমানবন্দরে অবস্থান করতে বাধ্য হয়। পরদিন জাগরেবের পথে যাত্রা করলেও খারাপ আবহাওয়ার কারণে বিমানগুলো আবার রিয়েকায় ফেরার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে পারলেও সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অন্য বিমানের সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে তার ধ্বংসাবশেষ ক্রোয়োশিয়ার সেঞ্জ এলাকায় কাছে পাওয়া যায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এক শোকবার্তায় বলেন, এই দুর্ঘটনায় একজন পাইলটের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্ত্রী ইউমাকলি সোশ্যাল মিডিয়ায় জানান, পাইলট ‘শহীদ’ হয়েছেন এবং সরকারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: আনাদুলু এজেন্সি।