হোম > বিশ্ব

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট

আমার দেশ অনলাইন

ছবি: এবিসি নিউজ

নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে রোববার। এবার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। শেষ দিন প্রায় এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন। আগাম ভোট শুরুর পর থেকে এটা একদিনে সর্বোচ্চ ভোট। সবমিলিয়ে আগাম ভোট পড়েছে সাত লাখ ৩৫ হাজার ৩১৭টি। খবর এবিসি নিউজের।

রোববার শেষ দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পেরেছেন ভোটাররা। নিজেদের পছন্দের মেয়রসহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত ২৫ অক্টোবর থেকে শুরু হয় ৯ দিনব্যাপী আগাম ভোট।

আগাম ভোট দেয়ার শেষ দিন রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোতে বাস করেন প্রায় ৯০ লাখ বাসিন্দা। এর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় ৫৫ লাখ। এবারের ভোটে তারুণ্যের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আগামীকাল মঙ্গলবার থেকে নিউিইয়র্ক সিটিতে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হবে। রোববার শেষ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তার দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন। বৃহস্পতিবার প্রকাশিত কয়েকটি জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে প্রায় ২৫ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে অংশ নেয়া ৫০ শতাংশ মানুষ মামদানির প্রতি সমর্থন জানিয়েছেন, আর কুমোর প্রতি সমর্থন জানান ২৫ শতাংশ ভোটার।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা