হোম > বিশ্ব

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতকে নতুন করে শুল্ক সতর্কতা জারি করেছেন। তিনি জানিয়েছেন, ভারত যদি রাশিয়ান তেল কেনা না কমায় তবে ওয়াশিংটন নয়াদিল্লির উপর শুল্ক বাড়াতে পারে। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি। যা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের হুমকির সঙ্গে সরাসরি যুক্ত।

টাইমস অব ইন্ডিয়ার সংবাদে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, ‘তারা আমাকে খুশি করতে চেয়েছিল।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ।’

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বাণিজ্য করছে, আর আমরা খুব শিগগির তাদের ওপর শুল্ক বাড়াতে পারি।

রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার শাস্তি হিসেবে গত বছর ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছিল যুক্তরাষ্ট্র। এত উচ্চ শুল্কের পরও গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

গত সপ্তাহে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জনায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে রিফাইনারিগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার তথ্য সাপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করতে বলেছে ভারত সরকার। এর ফলে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে দেশটির ধারণা।

রাশিয়া নিষেধাজ্ঞা বিলের সহ-পৃষ্ঠপোষকদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ বিল পাস হলে রাশিয়া থেকে তেল বা ইউরেনিয়াম ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর উপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের বাধ্যতামূলক করে।

মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

রুশ তেলবাহী ট্যাংকার জব্দে যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের সহায়তা

হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে প্রথম ধাপ সম্পন্ন: লেবানন সেনাবাহিনী

আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থে কাজ করছে: ইরানের প্রধান বিচারপতি

৫৭১ ফিলিস্তিনি কর্মী ছাঁটাই করল ইউএনআরডব্লিউএ

তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

ইউক্রেনে ‘পবিত্র মিশনে’ আছে রুশ সেনারা: পুতিন

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা আরব আমিরাতে পালিয়েছেন: সৌদি জোট

ইরানে বিক্ষোভে পুলিশ কর্মকর্তা নিহত, অস্থিরতা বৃদ্ধি