যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশরসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UNSC) দ্রুত গাজার জন্য ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদনের আহ্বান জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, তারা নিরাপত্তা পরিষদের চলমান প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। তারা আশা করছে, এই প্রস্তাব দ্রুত কার্যকরভাবে গ্রহণ করা হবে।
যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, জর্ডান এবং তুরস্ক। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে আলোচনা শুরু করেছে। যেখানে গাজায় দুই বছরের ইসরাইলের গণহত্যার পর যুদ্ধবিরতি ও ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নকে সমর্থন করবে। প্রস্তাবে একটি অন্তর্বর্তীকালীন শান্তি বোর্ড প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। এটি সদস্য দেশকে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF) গঠনের অনুমতি দেবে, যা সীমান্ত এলাকা সুরক্ষা ও নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশের সহায়তায় গাজাকে সামরিকীকরণ থেকে রক্ষা করবে।
সর্বশেষ খসড়ায় সম্ভাব্য ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের কথাও উল্লেখ করা হয়েছে। তবে রাশিয়া একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খসড়া প্রস্তাব করেছে, যা শান্তি বোর্ড বা তাৎক্ষণিক আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেয় না এবং ট্রাম্পের নাম উল্লেখ করে না।
যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের খসড়া না গ্রহণের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং বলেছে, এর বিরোধ গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর ও এড়ানো যায় এমন বিপর্যয় ডেকে আনবে। নিরাপত্তা পরিষদে বর্তমানে সক্রিয় আলোচনার মধ্যেই এই প্রস্তাবটি চূড়ান্ত করা হচ্ছে।