হোম > বিশ্ব

অভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্য

আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এখন থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার আগে আশ্রয়প্রার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে। খবর বিবিসির

এই পরিকল্পনার অধীনে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের কেবল সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়া হবে। তাদের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে।

বর্তমানে শরণার্থী হিসেবে মর্যাদা পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয়, এরপর আশ্রয়প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন।

নতুন নিয়মে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রাথমিক সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চাইছে। এরপর শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে।

তবে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য যে সময় লাগবে তা উল্লেখযোগ্যভাবে পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শাবানা মাহমুদ সংবাদমাধ্যম সানডে টাইমসকে বলেন, ‘সংস্কারগুলো লোকজনকে এটা বলার জন্য তৈরি করা হয়েছে যে অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে এসো না, নৌকায় চড়ো না।’

তিনি আরো বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে। দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের কাজ। আমরা যদি এটি সমাধান না করি, তাহলে আমার মনে হয় দেশ আরো বিভক্ত হয়ে পড়বে।’

অভিবাসন নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকার।

আরএ

গভীর সমুদ্রে বিরল খনিজ উত্তোলনের অভিযানে জাপান

ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন

১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

ইরান ‘আলোচনা করতে চায়’, বৈঠকের আয়োজন করা হচ্ছে : ট্রাম্প

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে বাণিজ্য কমল ৪০ শতাংশ

নোবেল শান্তি পুরস্কার হস্তান্তরযোগ্য নয়: নোবেল কমিটি

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হচ্ছে আজ

গ্রিনল্যান্ডে হামলার পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের

ট্রাম্পের হুমকির কড়া প্রতিক্রিয়া জানাল কিউবা