ফ্রান্সের রাজধানী প্যারিসে তীব্র শীত ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বুধবার সকালে শার্ল দ্য গল বিমানবন্দরে প্রায় ১০০ ফ্লাইট বাতিল করা হয়, একই সঙ্গে অরলি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।
বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার রাত থেকেই সম্ভাব্য এই ফ্লাইট বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। প্যারিসের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সিএনিউজকে বলেন, “আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
তীব্র শীত ও তুষারপাতের কারণে রানওয়ে ব্যবস্থাপনা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ কারণে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট-সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছে।
এসআই