হোম > বিশ্ব

কলম্বিয়ার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী মাদক চোরাচালানে ভূমিকার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া পেত্রোর স্ত্রী, ছেলে ও কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কোকেন উৎপাদনে উল্লম্ফন ঘটেছে কলম্বিয়ায়। ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত কলম্বিয়ায় যে পরিমাণ কোকেন উৎপাদিত হচ্ছে, তা গত কয়েক দশকের চেয়েও বেশি। এই বিপুল পরিমাণ কোকেন বন্যার মতো প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে এবং মার্কিনিদের জীবন বিষময় করে তুলছে।’

তিনি আরো বলেন, ‘এই কোকেন উৎপাদনকারী ও ব্যবসায়ীদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো তাদের পৃষ্ঠপোষকতা করছেন। তবে যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের সর্বনাশা ছোবল থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং এ কারণেই কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ আমরা নিচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রে মাদকপাচার সহ্য করব না।’

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় যা বলছে, তা মিথ্যা। আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেনের উৎপাদন বৃদ্ধি নয়, বরং হ্রাস পেয়েছে। এই সরকারের আমলে যে পরিমাণ কোকেন জব্দ করা হয়েছে, বিশ্বের ইতিহাসে আর কোনো দেশ এত কোকেন জব্দ করেনি।’

লাতিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুল পরিমাণ মাদক পাচার হয়। এই পাচারের প্রধান রুট সমুদ্রপথ। গত দুই মাসে সাগরে অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে বোমা নিক্ষেপ করে ১০টি নৌযান ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন।

ধ্বংস হওয়া সবগুলো নৌযান মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। প্রেসিডেন্ট পেত্রো নৌযানে হামলা বন্ধের দাবি জানিয়েছিলেন ট্রাম্পকে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তাতে নেতিবাচক সাড়া দেন। কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘ঠগ’ ও ‘মাদক পাচারকারী’ আখ্যা দেন। সূত্র : সিএনএন, রয়টার্স

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা