হোম > বিশ্ব

নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে আজ শপথ নেবেন মামদানি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ক্ষণ গণনার জন্য যখন হাজার হাজার নিউইয়র্কবাসী টাইমস স্কয়ারে থাকবেন, তখন শহরের মেয়র হিসেবে ৩১ ডিসেম্বর মধ্যরাতে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেবেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ‘সোনালি যুগে’ তৈরি করা হয়েছিল ওই স্টেশন। ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানকে বেছে নেওয়া হয়েছে।

বর্তমানে এই স্টেশন লোকাল ‘৫ নম্বর’ ট্রেনের ঘোরার পথ হিসেবে ব্যবহৃত হয়।

মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেওয়ার মতো বড় কিছু গড়ে দিত।

তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নিচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা উচিত নয়, সে জন্যই এখানে এ আয়োজন।’

তিনি আরো বলেন, ‘লাখ লাখ নিউইয়র্কবাসীকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।’

শপথ অনুষ্ঠানে তাকে পরিচয় করিয়ে দেবেন প্রগতিশীল আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। অনুষ্ঠানে আরো থাকবেন বামপন্থি আইকন ও ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। তাকে শপথ পাঠ করাবেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

এ বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। গত ১০০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন ৩৪ বছর বয়সি মামদানি।

আরএ

এসআই

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তান-সৌদি আরবের

পশ্চিম তীরে ফের অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

চতুর্থ দিনে ইরানের বিক্ষোভ, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিল ইসরাইল

বিশ্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোরালো সংগ্রামে তুরস্ক

ইউক্রেন যুদ্ধে বিজয়ের আশাবাদী পুতিন

নববর্ষে মুদ্রা পরিবর্তন করল ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশ

তাইওয়ানকে চীনের সঙ্গে একত্রিত করতে চান শি জিনপিং

পবিত্র কোরআন হাতে শপথ নিলেন মামদানি