হোম > বিশ্ব

স্টারলিংকে বিভ্রাটের জন্য ইলন মাস্কের দুঃখ প্রকাশ

আমার দেশ অনলাইন

ছবি: এনবিসি নিউজ

স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বিশ্বজুড়ে একসঙ্গে বিভ্রাটের শিকার হয়েছে। যার ফলে কয়েক হাজার গ্রাহক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই নজিরবিহীন বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ এর শীর্ষ কর্মকর্তারা। খবর আল জাজিরার।

এই বিভ্রাটের কারণে প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট ব্যবহার করতে পারেননি গ্রাহকরা।

দুঃখ প্রকাশ করে মাস্ক সামাজিক মাধ্যম এক্সে এক পোস্ট লেখেন, ‘বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স মূল কারণ খুঁজে বের করে এর সমাধান করবে, যাতে এমনটা আর না ঘটে।’

এদিকে, স্টারলিংকের স্টারলিংক ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, সারাবিশ্বের প্রায় ১৪০টি দেশ এবং অঞ্চলে তাদের ৬০ লাখের বেশি গ্রাহক রয়েছেন। স্টারলিংক ব্যবহারকারীরা বৃহস্পতিবার প্রায় দুই ঘন্টা ৩০ মিনিট ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।

মাইকেল নিকোলস আরো বলেন, ‘স্টারলিংকের মূল নেটওয়ার্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় কিছু অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল। এই ত্রুটির কারণেই বিভ্রাট দেখা দিয়েছে।

সাময়িরক এই বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, ‘স্টারলিংক সবসময়ই নির্ভরযোগ্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন যেন আর না ঘটে সে চেষ্টা করা হবে।’

স্পেসএক্স ২০২০ সাল থেকে আট হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে প্রতিষ্ঠানটি। সামরিক বাহিনী, পরিবহন শিল্প এবং গ্রামীণ এলাকার গ্রাহকদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে যেখানে ফাইবার-অপটিকভিত্তিক ইন্টারনেটের সুবিধা কম।

আরএ

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা