হোম > বিশ্ব

আজ ভারতে যাচ্ছেন পুতিন, যা থাকছে

আমার দেশ অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দু’দিনের ভারত সফর শুরু করছেন। সফরের সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত নৈশভোজের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলন। সন্ধ্যায় প্রেসিডেন্ট পুতিনের দিল্লিতে পৌঁছানোর কথা। রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

শুক্রবার সকালে পুতিনকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে। এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য এটি একটি প্রচলিত কর্মসূচি।

এরপর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলন। সম্মেলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দলের সম্মানে একটি কর্মভোজেরও আয়োজন করবেন।

প্রতিরক্ষা ক্ষেত্রে বিলম্বিত সামরিক সরঞ্জাম সরবরাহ দ্রুত করার দাবি জোরালোভাবে তুলবে ভারত, বিশেষত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যেসব প্রকল্পে দেরি হয়েছে।

আলোচ্য প্রধান বিষয়ের মধ্যে আছে অতিরিক্ত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ২০১৮ সালে ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি ইউনিট কেনে ভারত। তিনটি স্কোয়াড্রন হাতে এসেছে, বাকিগুলো আগামী বছরের মাঝামাঝি পাওয়া যাবে বলে আশা। এগুলো ‘অপারেশন সিন্দূর’-এ সফলভাবে ব্যবহৃত হয়েছে।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সু-৫৭ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও আলোচনায় আসতে পারে। ভারত বর্তমানে নেক্সট-জেনারেশন বিমান মূল্যায়ন করছে—রাফালে, এফ-২১, এফ/এ-১৮ ও ইউরোফাইটার টাইফুন এর প্রতিদ্বন্দ্বী।

জ্বালানি নিরাপত্তা হবে আলোচনার প্রধান অক্ষ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রুশ তেল আমদানি সাময়িকভাবে কমতে পারে বলে মস্কো জানিয়েছে, তবে সরবরাহ বজায় রাখতে রাশিয়া চেষ্টা চালাচ্ছে।

মোদি–পুতিন বৈঠকের বাইরে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী—ভারতের রাজনাথ সিং এবং রাশিয়ার আন্দ্রেই বেলৌসোভ—গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

পুতিনের সফর এমন সময়ে হচ্ছে যখন ভারত–মার্কিন সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং রুশ তেল কেনার সঙ্গে যুক্ত পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছে। ইউক্রেন সংঘাত সমাধানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে পুতিন মোদিকে অবহিত করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এসআর

জিডিপি বাড়লেও আইএমএফ রিপোর্টে ভারত ‘সি গ্রেড’

ভারতের ছত্তিশগড়ে যৌথবাহিনী–মাওবাদী সংঘর্ষে পুলিশসহ নিহত ১৫

লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসে ইসরাইলপন্থিদের ভাঙচুর

এইচ-১বি ভিসা আবেদন কঠোর পর্যালোচনার নির্দেশ ট্রাম্প প্রশাসনের

মামদানির গেপ্তারের হুমকি সত্ত্বেও নিউইয়র্ক সফরে অনড় নেতানিয়াহু

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হচ্ছে: ট্রাম্প

ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন দিলো রুশ পার্লামেন্ট

গাজায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

যুক্তরাজ্যে ভুলে ১২ বন্দির মুক্তি

যে কারণে পদত্যাগ করলেন নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী