হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করলো জার্মানি

আমার দেশ অনলাইন

গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতিতে তুরস্কের ভূমিকা প্রশংসা করেছে জার্মানি। আঙ্কারা সফরের আগে বার্লিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে তুরস্ক তার মধ্যস্থতার ভূমিকার মাধ্যমে গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতিতে অবদান রেখেছে।”

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এমন অনেক কিছু অর্জন করা হয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। গাজার জনগণের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের পথে কাজ শুরু হয়েছে।”

তিনি জানান, জার্মানি ও তুরস্ক একসঙ্গে মানবিক সহায়তার পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য ঘোষিত ২০-দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন যে, হামাসের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় জোহান ওয়াদেফুল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় গাজা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমেটো, নেপথ্যে কী

এবার রোবটের সেনাবাহিনী তৈরির পরিকল্পনা ইলন মাস্কের

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী গড়তে একীভূত হচ্ছে যে তিন প্রতিষ্ঠান

৮০ বছরে জাতিসংঘ গাজার জন্য কী করেছে?

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে ওআইসির আহ্বান

গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক বাহিনী গঠনের আলোচনা চলছে: এরদোয়ান

ট্রাম্পের বিরল মালয়েশিয়া সফর, আনোয়ারের কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা

রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতার পথে ট্রাম্প ও মোদি!

পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর