হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় নিহত ৫

আমার দেশ অনলাইন

ছবি: সিবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিকাণ্ডে কমপক্ষে পাঁচজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে গ্র্যান্ড ব্ল্যাংক টাউনশিপে ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টসে’ ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। খবর সিএনএনের।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী গাড়ি চালিয়ে গির্জার সামনের অংশ ভেঙে ভিতরে ঢোকে। এরপর গির্জার প্রার্থনাকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় হামলাকারী। পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারী নিহত হয়। ৪০ বছর বয়সী হামলাকারীর নাম থমাস জেকব স্যানফোর্ড। তিনি মিশিগানের বার্টন শহরের বাসিন্দা।

তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে এফবিআই।

তদন্ত কর্মকর্তারা জানাচ্ছেন, ঘটনাস্থলে সন্দেহজনক কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে, তবে সেগুলো দিয়ে আগুন লাগানো হয়েছিল কি না তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে নির্দেশ দেয়। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে গির্জা ভবন থেকে দাউ দাউ করে আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

বন্দুকধারীকে নিষ্ক্রিয় করার পর পুলিশ নিশ্চিত করেছে যে এখন আর জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

আরএ

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প