হোম > বিশ্ব

আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী নিয়াজি গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: দুনিয়া নিউজ

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মিরের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির কাশ্মির শাখার সভাপতি সরদার আব্দুল কাইয়ুম নিয়াজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাকে সামাহনিতে দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার আগ মুহূর্তে গ্রেপ্তার করা হয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ জানায়, জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ অধ্যাদেশ (এমপিও) লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমপিও অনুযায়ী কোন ব্যক্তিকে জনসাধারণের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি মনে করা হলে তাকে বিনা বিচারে ৯০ দিন পর্যন্ত আটক রাখা যাবে।

সর্দার আব্দুল কাইয়ুম খান নিয়াজি আজাদ জম্মু ও কাশ্মিরের একজন রাজনীতিবিদ। তিনি ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত আজাদ কাশ্মিরের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, তাকে মিরপুরের শিল্প এলাকার গেস্ট হাউসে রাখা হয়েছে। এই গেস্ট হাউজকে সাব-জেল ঘোষণা করা হয়েছে।

নিয়াজির গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই-এর আইনি মুখপাত্র নঈম হায়দার পাঞ্জুথা। তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুমের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। আমরা ইতোমধ্যেই জম্মু ও কাশ্মিরের জন্য লড়াই করছি। কিন্তু যারা আজাদ কাশ্মিরকে জম্মু ও কাশ্মির করার চেষ্টা করছে তাদের লজ্জায় ডুবে যাওয়া উচিত।’

নিয়াজি ৪ আগস্ট, ২০২১ থেকে ১৪ এপ্রিল, ২০২২ পর্যন্ত আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটগ্রহণের আগে তিনি পদত্যাগপত্র জমা দেন।

২০২২ সালের ১২ এপ্রিল আজাদ জম্মু ও কাশ্মির আইনসভায় পিটিআইয়ের মোট ২৫ জন ভিন্নমত পোষণকারী সদস্য নিয়াজির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।

আরএ

বারিশা থেকে হোয়াইট হাউসে এক অবিশ্বাস্য রাজনৈতিক যাত্রা

সিরিয়ার প্রেসিডেন্টকে আইএসের দুটি হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি

বাংলাদেশ-নেপাল-পাকিস্তান সীমান্তে কড়া সতর্কতা জারি করলো ভারত

চেনি নেই, তবু তার যুদ্ধের ভূত এখনো তাড়া করছে বিশ্বকে

দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই-উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ট্রাম্প বিতর্কে ক্ষমা চাইতে পারে বিবিসি

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

নাইজেরিয়ায় ‘জিহাদী গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ২০০

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত