তাইওয়ানের কাছে রেকর্ড ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। চীনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা দ্বীপটির জন্য এটা সবচেয়ে বড় মার্কিন অস্ত্রের প্যাকেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের অধীনে দ্বিতীয়বারের মতো তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয়া হলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এমন সময় এ ঘোষণা এলো যখন তাইওয়ানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রির মধ্যে রয়েছে রকেট সিস্টেম, হাউইটজার, জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, আলটিয়াস লোয়ারিং যুদ্ধাস্ত্র ড্রোন এবং অন্যান্য সরঞ্জামের যন্ত্রাংশ।
বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্র আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখতে, দ্রুত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে তাইওয়ানকে সহায়তা করে চলেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ভিত্তি তৈরি করে।’
অস্ত্র চুক্তির বিষয়ে বিস্তারিত ঘোষণা করে দেয়া বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, অস্ত্র বিক্রি তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের মাধ্যমে মার্কিন জাতীয়, অর্থনৈতিক এবং নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে।
অস্ত্র বিক্রির অনুমোদন দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে দিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। এতে বলা হয়, এরমাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে।
আরএ