হোম > বিশ্ব

এবার মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এবার একই অঞ্চলে রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা সাখারভ সরকার। এরইমধ্যে শনিবার মন্দির স্থাপনের জন্য ভূমি পূজা ও শিলা প্রতিষ্ঠা করেছেন তিনি। খবর এনডিটিভির।

বিজেপি নেতা সাখারভ সরকার বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম— ৬ ডিসেম্বর আমরা রাম মন্দির নির্মাণের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা করব। বহরমপুরে অযোদ্ধার রাম লালা মন্দিরের আদলে একটি মন্দির স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। রাম মন্দির চ্যারিটেবল ট্রাস্ট গঠন করে শিলা প্রতিষ্ঠা করেছি। বহরমপুরে যে মন্দিরটি হবে তা অনেক বড় হবে, পাশাপাশি সেখানে হাসপাতাল ও স্কুলও থাকবে।’

এর আগে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি ধর্মীয় স্থাপনা নির্মাণের সাংবিধানিক অধিকার তুলে ধরে বলেন, তিনি কোনও অসাংবিধানিক কাজ করছেন না। তার ভাষায়, ‘যেভাবে কেউ মন্দির বা চার্চ বানাতে পারে, আমিও মসজিদ বানাতে পারি।’

ভারতের সংবিধানের ২৬ অনুচ্ছেদের (ক) দফা অনুযায়ী, জনশৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও জনস্বাস্থ্যের শর্তে যে কোনও ধর্মীয় সম্প্রদায় ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার মৌলিক অধিকার রাখে।

মুর্শিদাবাদে সমাবেশে কবির বলেন, ‘আমি অসাংবিধানিক কিছুই করছি না। কেউ মন্দির বানাতে পারে, কেউ চার্চও বানাতে পারে, আমি মসজিদ বানাব। বলা হচ্ছে যে আমরা বাবরি মসজিদ বানাতে পারব না। কোথায় লেখা আছে? সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে হিন্দুরা বাবরি মসজিদ ভেঙেছিল। হিন্দুদের অনুভূতি বিবেচনায় সেখানে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এখন আবার দেখি সাগরদিঘিতে কেউ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। কিন্তু সংবিধান আমাদেরও মসজিদ বানানোর অধিকার দিয়েছে।’

ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করার পর হুমায়ুন কবির বলেন, তিনি সম্ভবত আগামী ২২ ডিসেম্বর নিজের নতুন দল গঠনের কথা ঘোষণা করতে পারেন।

ইউক্রেন, যুক্তরাজ্য ও জার্মান নেতাদের সঙ্গে সোমবার মাখোঁর বৈঠক

চীন-জাপানের যুদ্ধবিমান সংঘর্ষে নতুন উত্তেজনা

হংকংয়ে আইন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ইউক্রেন শান্তিচুক্তি ‘শেষ ধাপে’: মার্কিন দূত

বেনিনে সামরিক অভ্যুত্থান, সরকার বিলুপ্ত ঘোষণা

মাদুরোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে বললেন এরদোয়ান

এক সপ্তাহ ধরে নিখোঁজ ওমানের মানবাধিকার কর্মী সায়েদি

গাজাকে বিচ্ছিন্ন ইস্যু হিসেবে দেখা যাবে না: সৌদি আরব

গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান মিশরের

৩ দেশের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করল রাশিয়া