হোম > বিশ্ব

নেপালে ফেসবুকসহ বেশিরভাগ সামাজিকমাধ্যম বন্ধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ফেসবুক, এক্স, ইউটিউবসহ প্রধান প্রধান সামাজিকমাধ্যম বন্ধ করছে নেপাল। প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পুরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার। খবর বার্তা সংস্থা এপির।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। নেপাল সরকার বলছে, এই পদক্ষেপ অনলাইনে ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ দমনের একটি প্রচেষ্টার অংশ।

তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করায় এগুলো বন্ধ হচ্ছে না।

নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেছেন, নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত বেশ কয়েকটি সামাজিকমাধ্যমকে বারবার নোটিশ দেওয়া হয়েছে, যাতে তারা তাদের প্রতিষ্ঠানগুলোক দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করে।

তিনি বলেন, প্ল্যাটফর্মগুলো অবিলম্বে ব্লক করে দেওয়া হবে। বর্তমানে দেশটির তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

নেপাল সরকার কোম্পানিগুলোকে দেশে একটি যোগাযোগ অফিস বা পয়েন্ট স্থাপনের কথা বলে আসছে। সামাজিক প্ল্যাটফর্মগুলো সঠিকভাবে পরিচালানা, দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক করার লক্ষ্যে এ বিষয়ে সংসদে একটি বিলও আনা হয়েছে।

নেপাল কর্তৃপক্ষ বলছে, সামাজিকমাধ্যম পর্যবেক্ষণের জন্য আইন করা প্রয়োজন। ব্যবহারকারী এবং অপারেটর উভয়ই এই প্ল্যাটফর্মগুলোতে কী শেয়ার করছেন এবং কী প্রকাশিত হচ্ছে বা বলা হচ্ছে তার জন্য তাদের দায়ী ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করার জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়।

দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। যে কারণে তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হচ্ছে।

যদিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরএ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা

সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নিয়ম

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ