আমেরিকা প্রণীত ইউক্রেন শান্তি পরিকল্পনাটি ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে আলোচনার পর এই সংশোধন চূড়ান্ত করা হয়। প্রস্তাবের এই সংস্করণকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্যোগেই প্রস্তাব থেকে রাশিয়ার অনুকূলে থাকা কিছু ধারা সংশোধন করা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এখন যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কাঠামোয় বহু গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীর একটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ব্যাপক হামলায় জ্বালানি অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে।
এর আগে রোববার জেনেভায় আমেরিকান ও ইউক্রেনীয় কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতির পথ খুঁজতে আলোচনায় মিলিত হন। গত অক্টোবরে আমেরিকা ও রাশিয়া যৌথভাবে ২৮ দফার এ প্রস্তাব চূড়ান্ত করে। যেটা ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। তবে এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
সংশোধিত প্রস্তাবকে ‘গঠনমূলক নয়’ বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ইউরোপীয় দেশগুলোর অভিযোগ-ওয়াশিংটন রাশিয়াকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকার প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। তবে তিনি কিয়েভের ওপর ‘আত্মসমর্পণের চাপ’ সৃষ্টি না করার বিষয়ে সতর্ক করেন।