পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন ছুঁয়ে শপথ নিলেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআনের একটি কপি ব্যবহার করেন তিনি। একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি।
তার শপথ নেয়ার মধ্য দিয়ে নিউইয়র্কের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়- প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মামদানি।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শপথ নেয়ার পর মামদানি বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য।’
পরে আরো আনুষ্ঠানিকভাবে অনেক বড় আয়োজনে শহরের সিটি হলে স্থানীয় সময় দুপুর ১টায় আবারো শপথ নেবেন মামদানি। শপথ পড়াবেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স।
সাবওয়ে স্টেশনটি যুক্তরাষ্ট্রের ‘সোনালী যুগে’ তৈরি করা হয়েছিল। ‘একটি নতুন যুগের সূচনার’ প্রতীক হিসেবে শপথ অনুষ্ঠানের জন্য এই স্থানটিকে বেছে নেয়া হয়।
এরআগে মামদানি এক বিবৃতিতে বলেন, ‘এটি এমন একটি শহরের স্মৃতিস্তম্ভ, যা একসময় সুন্দর হওয়ার সাহস দেখাত এবং শ্রমজীবী মানুষের জীবন বদলে দেয়ার মতো বড় কিছু গড়ে দিত।
তিনি আরো বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষা কেবল আমাদের অতীতের স্মৃতিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, এটি কেবল সিটি হলের নীচের টানেলগুলোতে আটকা পড়ে থাকা উচিত নয়, সেজন্যই এখানে এ আয়োজন।’
এই বছরের ৪ নভেম্বর প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রিও কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন মামদানি।
আরএ/এসআই