হোম > বিশ্ব

যে কারণে মুসলিম দেশগুলোও হামাসকে নিরস্ত্রকরণের পক্ষে

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক ও মিসর। এমনকি আরব লীগও।

মুসলিম এই দেশগুলো আমরা ২০২৩ সালের ৭ অক্টোবর বেসামরিক নাগরিকদের ওপর হামাসের হামলার নিন্দা জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ বন্ধের প্রেক্ষাপটে হামাসকে গাজা শাসন শেষ করতে হবে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে। এর লক্ষ্য একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন এক অস্থিরতা তৈরি হয়েছে। এ কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে শান্তি-নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক কারণে মুসলিম দেশ বিশেষ করে সৌদি আরব, কাতার ও তুরস্ক হামাসকে নিরস্ত্রকরণ, সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মত দিচ্ছে।

সত্যিই যদি ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তির সম্ভাবনা তৈরি হবে। অবশষ্য তাৎক্ষণিকভাবে উত্তেজনা, রাজনৈতিক বিরোধ ও সহিংসতার আশঙ্কাও থাকবে। সঠিক নেতৃত্ব, আন্তর্জাতিক সহযোগিতা ও বাস্তবসম্মত কূটনৈতিক নকশা ছাড়া এটি সফলভাবে বাস্তবায়ন কঠিন হতে পারে।

মুসলিম দেশগুলোর সঙ্গে হামাসকে নিরস্ত্রকরণের পক্ষে মত দিয়েছে ফ্রান্স, ব্রাজিল, কানাডা, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, মেক্সিকো, নরওয়ে, সেনেগাল, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো একে ‘ঐতিহাসিক ও নজিরবিহীন’ ঘোষণা বলে অভিহিত করেন। তিনি বলেন, এই প্রথমবার আরব দেশগুলো হামাসকে প্রত্যাখ্যান করল, নিরস্ত্রীকরণের আহ্বান জানাল।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। গাজায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সবমিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।

নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদুৎহীন লাখো মানুষ

‘কার্বাইড বন্দুক’ নিয়ে খেলতে গিয়ে দৃষ্টিশক্তি হারালো ১৪ শিশু

গাজা থেকে ১৫ হাজার রোগীকে বিদেশে নেয়া জরুরি: ডব্লিউএইচও

যুদ্ধ শেষ করতে ১২ দফা প্রস্তাব ইউরোপ-ইউক্রেনের

অবৈধ অভিবাসীদের নির্বাসনের পক্ষে ৪০ শতাংশ মার্কিনি

২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত

তিনদিনের সফরে জাপান যাচ্ছেন ট্রাম্প

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বাধ্য ইসরাইল: আইসিজে

আরো ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরাইল

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩