বিজেপি–কংগ্রেসের বিতর্ক
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের জাতীয় হিসাব পরিসংখ্যানের মানকে ‘সি গ্রেড’ দিয়েছে। এরপর দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এর আগে, ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির চলতি আর্থিক বছরের (২০২৫-২৬) দ্বিতীয় ত্রৈমাসিকে ৮ দশমিক ২ শতাংশ জিডিপি বৃদ্ধির দাবি করে, যা গত বছরের ৫ দশমিক ৬ শতাংশের তুলনায় বেশি।
আইএমএফের সাম্প্রতিক প্রতিবেদন বলা হয়েছে, পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব তথ্য না পাওয়ায় ভারতকে ‘সি গ্রেড’ দেওয়া হয়েছে। আইএমএফের চারটি গ্রেডের (এ, বি, সি ও ডি) মধ্যে ‘সি গ্রেড’ দ্বারা বোঝায়-তথ্য কিছুটা অসম্পূর্ণ, যা মূল্যায়ন কার্যক্রমকে প্রভাবিত করে।
আইএমএফ জানিয়েছে, ভারত এখনো ২০১১-১২ সালের ভিত্তিবর্ষ ব্যবহার করে এবং উৎপাদক মূল্যসূচকের বদলে পাইকারি মূল্যসূচক ব্যবহার করে। এছাড়া এনবিএফসি, পরিবার খাত ও আর্থিক আন্তঃসংযোগ সম্পর্কিত তথ্যও অপর্যাপ্ত। ফলে প্রকৃত হিসাবের সঙ্গে পার্থক্য তৈরি হতে পারে।
ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিকস (এনএসএ) তথা জাতীয় হিসাব পরিসংখ্যান মূলত কোনো দেশের অর্থনীতি বর্ণনার জন্য বিশদ এবং সমন্বিত কাঠামো প্রদান করে। জাতিসংঘের জাতীয় হিসাব ব্যবস্থার ওপর ভিত্তি করে জিডিপি, আয়, সঞ্চয় এবং মূলধন গঠনের মতো সামগ্রিক অর্থনীতি পরিমাপ ও বিশ্লেষণে এনএসএ ব্যবহার করা হয়।
আইএমএফের প্রতিবেদন প্রকাশের পর থেকে ভারতের জিডিপি হিসাব নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যকার বিতর্ক চরমে উঠেছে। বিজেপির দাবি, পরিসংখ্যানে কোনো ভুল নেই এবং দেশ দ্রুত এগোচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়, ভারত তার নিজের অবস্থানকে বেশ মজবুত রেখেছে। ভারতের জিডিপি আনুমানিক ৭ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, আইএমএফের মূল্যায়নই প্রমাণ করে সরকারি পরিসংখ্যানে ত্রুটি আছে।
ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম এক্সে পোস্ট করে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন আইএমএফ কেন ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিকসকে সি গ্রেডে রেখেছে?
প্রতিক্রিয়াস্বরূপ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, এই বিষয়টি উদ্বেগজনক যে সাবেক অর্থমন্ত্রী আতঙ্ক ছড়াচ্ছেন।
অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জিডিপি পরিসংখ্যান নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন রয়েছে। অর্থনীতির বড় অংশ নোটবন্দি, জিএসটি ও কোভিড-১৯ এর ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে। কিন্তু সরকারি তথ্যে সেই বাস্তবতা দেখানো হয় না।