হোম > বিশ্ব

জন্মসূত্রে নাগরিকত্ব ছিল দাসদের জন্য, ধনীদের নয়: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব মূলত দাসদের সন্তানদের জন্য ছিল, ধনীদের জন্য নয়। তিনি বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বিত্তশালী অভিবাসীদের পুরো পরিবারকে মার্কিন নাগরিক বানানোর উপায় নয়। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প জন্মগত নাগরিকত্বের বিরুদ্ধে দেয়া তার নির্বাহী আদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন, যদি তার প্রশাসন সুপ্রিম কোর্টে মামলাটি হেরে যায় তবে এটি হবে ‘ভয়াবহ’।

তিনি আরো বলেন, ‘অধিকারটি দাসদের সন্তানদের জন্য ছিল। গৃহযুদ্ধ শেষ হওয়ার সেই সময়ের জন্যই এই নিয়মটি ছিল। অন্য কোনো দেশ থেকে আসা কোনো ধনী ব্যক্তির জন্য ছিল না, আমাদের দেশে পা রাখবে এবং হঠাৎ করেই তাদের পুরো পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাবে। এটা নয়।’

ট্রাম্প বলেন, ‘এখন মানুষ বিষয়টি বুঝতে শুরু করেছে। আদালতও সেটা বোঝে বলে আমার মনে হয়। আমরা এই মামলা হারলে সেটা হবে খুব ভয়াবহ।’

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। সেখানে অবৈধভাবে দেশটিতে থাকা অভিবাসী বা স্বল্পমেয়াদি ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব স্বীকৃতি বাতিল করা হয়। নিয়মটি পূর্বের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি থেকে বড় ধরনের বিচ্যুতি হওয়ায় বিভিন্ন আদালতে মামলা হয় এবং কয়েকটি আদালত সাময়িকভাবে এ আদেশ স্থগিত করে।

পরে চলতি বছরের জুনে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, নিম্ন আদালতগুলো জাতীয় পর্যায়ে এ ধরনের আদেশ স্থগিত রাখার ক্ষমতা রাখে না। এরপর গত ৫ ডিসেম্বর আদালত সরাসরি মূল বিতর্কটি শুনানির জন্য গ্রহণ করে। আগামী গ্রীষ্মে সুপ্রিম কোর্টে এ বিষয়ে রায় দেয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: এনডিটিভি

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার নতুন নিয়ম, জটিলতায় ভারতীয়রা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সংকটে পড়ছেন ফিফা প্রেসিডেন্ট

লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত

রাডারের ঘটনায় চীনের সাথে বিরোধে জাপানের পাশে যুক্তরাষ্ট্র

এবার ইউরোপের অবৈধ অভিবাসীদের বহিষ্কারের আহ্বান ট্রাম্পের

মাচাদোর পক্ষে নোবেল গ্রহণ করবেন তার কন্যা

পুলিশি নিরাপত্তায় আল আকসা মসজিদে ইহুদিদের ঢল

ইউরোপকে ‘ক্ষয়িষ্ণু ও দুর্বল’ বললেন ট্রাম্প

ইমরান খানের বোনদের অবস্থান ধর্মঘটে পুলিশের বাধা