ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাণিজ্যে সতায়তা করার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গরবার ইরান ও ভেনেজুয়েলার ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এই বাণিজ্য মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য হুমকি। খবর বার্তা সংস্থা এপির।
মঙ্গলবারের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভেনেজুয়েলার একটি কোম্পানি ও এর চেয়ারম্যান, তার বিরুদ্ধে ইরানি ড্রোন কেনার অভিযোগ রয়েছে।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত রাসায়নিক সংগ্রহে জড়িত তিনজন ইরানি নাগরিক।
যুক্তরাষ্ট্রের আগেই নিষিদ্ধ ঘোষিত ‘রায়ান ফ্যান গ্রুপ’-এর সঙ্গে যুক্ত ইরানভিত্তিক কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এবং তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরো জোরদার করা।
বিবৃতিতে আরো বলা হয়, ইরান ভেনেজুয়েলাকে প্রচলিত অস্ত্র সরবরাহ করছে, যা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এই বাণিজ্য ঠেকাতে যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা নেবে।