হোম > বিশ্ব

ট্রাম্পের হামলার হুমকির জবাবে কড়া বার্তা তেহরানের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক হামলার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর এবং অনুশোচনাপ্রসূত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘যে কোনো নিপীড়নমূলক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর এবং অনুশোচনাপ্রসূত।’

এর আগে সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, ইরান যদি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করে, তাহলে তা দ্রুত নির্মূল করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প থাকবে না। একই সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য মার্কিন হামলা আগের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকদের মতে, ইরানের প্রচলিত ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে এটি ট্রাম্পের প্রথম প্রকাশ্য ও সরাসরি সামরিক হুমকি, যা দেশটির প্রতিরক্ষামূলক নীতির অন্যতম ভিত্তি।

উল্লেখ্য, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেয় এবং দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। সে সময় ট্রাম্প দাবি করেন, ইরান দুই মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম—যদিও এ দাবি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও ইরানি কর্মকর্তাদের বারবার আশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদন ও চিকিৎসা উন্নয়নের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

অভিবাসী ছাড়া কেমন হবে যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্পিকার

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য খালেদা জিয়াকে স্মরণ রাখবে বাংলাদেশ

উষ্ণতা, সংঘাত ও অনিশ্চয়তার বছরের বিদায়

কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিলো থাইল্যান্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত: রাহুল গান্ধী

গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহার করছে সংযুক্ত আরব আমিরাত

রকেট গতিতে বাড়ছে মামদানির জনপ্রিয়তা

মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের