হোম > বিশ্ব

কয়েক দিনের মধ্যেই জিম্মি মুক্তির প্রত্যাশা নেতানিয়াহুর

আমার দেশ অনলাইন

ছবি: টাইমস অব ইসরাইল

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন বলে আশা করছেন তিনি। শনিবার একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু মার্কিন পরিকল্পনার অগ্রগতির বিষয়ে জানান। তিনি বলেন, ইসরাইল খুব বড় অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘হামাসকে নিরস্ত্র করা হবে, সহজ উপায়ে হোক বা কঠিন উপায়ে, তবে তা অর্জন করা হবে।’

নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘এটি এখনো চূড়ান্ত নয়। আমরা এটি নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি আশা করি, ঈশ্বরের সাহায্যে, আগামী দিনগুলোতে সকল জিম্মিদের ফিরিয়ে আনার ঘোষণা করতে সক্ষম হব।’

তিনি বলেছেন, ইসরাইলের আলোচক দলকে জিম্মি মুক্তি নিশ্চিত করার জন্য কায়রো সফরের নির্দেশ দেয়া হয়েছে এবং এ অলোচনা দীর্ঘায়িত করা হবে না।

তিনি আরো বলেন যে চুক্তির দ্বিতীয় পর্যায়ে, ‘হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজা উপত্যকাকেও নিরস্ত্রীকরণ করা হবে। এটি হয় ট্রাম্পের পরিকল্পনা অনুসারে কূটনৈতিকভাবে অথবা সামরিকভাবে, যেকোনো উপায়ে করা হবে।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিকমাধ্যমে জানিয়েছেন, গাজা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরাইল।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন শান্তি পরিকল্পনার অধীনে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় হামাস। তবে তারা নিরস্ত্রীকরণের কথা উল্লেখ করেনি এবং পরিকল্পনার অন্যান্য বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে।

আরএ

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

যে কারণে ফিলিস্তিনি নেতা বারঘুতিকে হত্যা করতে চায় ইসরাইল

আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৫

হাসিনার অবস্থান ও ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলিম ঐতিহ্য রক্ষার আহ্বান পাকিস্তানের

গাজার বাসিন্দাদের নিয়ে ইসরাইলি পরিকল্পনা প্রত্যাখ্যান ৮ মুসলিম দেশের

৪ আফগান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা

আসিম মুনিরকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলায় ইমরান খানকে যা বলল সেনাবাহিনী

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে শুনানি করবে মার্কিন সুপ্রিম কোর্ট