সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান এ ঘোষণা দেন এবং একই সঙ্গে ইউএইর সঙ্গে করা নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানান।
এক সরকারি বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া পৃথক এক ডিক্রিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। জরুরি ব্যবস্থার অংশ হিসেবে প্রথম ৭২ ঘণ্টার জন্য আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়।
এসআর