হোম > বিশ্ব

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চীন সফর নিয়ে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর, বাণিজ্য, বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বৃহত্তর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য পাকিস্তান-চীন বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দুই দেশ। উভয় পক্ষই পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী যথাযথভাবে উদ্‌যাপন করতে সম্মত হয়েছে।

দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টিকে তাদের ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া, চীনা নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

আরএ/এসআই

জেএফ-১৭ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে আলোচনা

তীব্র তুষারপাতে ইউরোপে নিহত ৬, শত শত ফ্লাইট বাতিল

ভেনেজুয়েলার তেল বিক্রি করবে ট্রাম্প প্রতিক্রিয়ায় যা জানাল চীন

ক্রিকেটার নয়, বাংলাদেশ সরকারের সঙ্গে লড়াই করুন

বাইরের শক্তির হুমকি ইরান নীরবে মেনে নেবে না: ইরানের সেনাপ্রধান

‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’, ট্রাম্পকে মোদি

পাকিস্তান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পিটিআইয়ের

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৫

দিল্লিতে মসজিদসংলগ্ন স্থাপনা উচ্ছেদ, ব্যাপক সংঘর্ষ

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় সীমান্তবর্তী শহরে কারফিউ জারি